adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিঃশর্ত ক্ষমা চাইলেন কামরুল

kamrul_105566নিজস্ব প্রতিবেদক : বিচারাধীন বিষয় নিয়ে উচ্চ আদালত সম্পর্কে বিরূপ মন্তব্যের জেরে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি দেশের বাইরে থাকায় আগামীকাল মঙ্গলবার হাজিরা দিতে পারবেন না জানিয়ে সময়েরও আবেদন করেছেন।

আজ ১৪ মার্চ সোমবার সকালে আইনজীবী সৈয়দ মামুন মাহমুদ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।

আইনজীবী বলেন, এরই মধ্যে কারণ দর্শানো পত্র তৈরি করেছি। তা আদালতে দাখিল করা হয়েছে। সেখানে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করেছি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও নিঃশর্ত ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল বিভাগ বিচারাধীন থাকা অবস্থায় প্রধান বিচারপতিকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ৮ মার্চ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করে। মঙ্গলবার তাদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া