adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসের হাতে বন্দী শিশুরাও অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে

1430218552আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গি গোষ্ঠি আইএসের হাতে বন্দী শিশুরাও দিনের পর দিন ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সম্প্রতি মু্ক্তি পাওয়া ২১৬ ইয়াজিদির মধ্যে ছিল এরকম বেশ কিছু শিশু। এদের বয়স ৯ বছরের কাছাকাছি। এসব শিশুর কাউকে আবার একাধিকবার বেআইনী গর্ভপাতও ঘটানো হয়েছে।

কানাডা ভিত্তিক একটি ত্রাণ সংস্থা রবিবার এই খবর প্রকাশ করে।

গত বছর আগস্টে ইরাকে প্রায় ৪০ হাজার ইয়াজিদিকে বন্দুকের মুখে দাঁড় করায় আইএস সদস্যরা। ইরাকের সংখ্যালঘু এই সম্প্রদায়কে তারা শয়তানের উপাসক বলে ঘৃণা করে বলে জানায়। এই বন্দীদের মধ্যে নারীদের জোর করে বিয়ে, ধর্ষণ এবং দাসত্বে বাধ্য করে তারা।

রহস্যজনক কারণে এ মাসের শুরুতে এদের মধ্যে ২১৬ ইয়াজিদি বন্দীকে মুক্তি দেয় আইএস। নিজ এলাকা কুর্দিস্তানে ফেরা এই বন্দীদের মধ্যে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে রয়েছে অনেক শিশু, যারা ৯ বছর বয়সেও আইএস সদস্যদের হাতে ধর্ষিত হয়ে এখন অন্তঃসত্ত্বা।

ত্রাণ সংস্থাটির চিকিৎসকরা জানান, এরা এত ছোট বয়সে গর্ভবতী যে সন্তান ধারণ করতে গিয়ে মৃত্যু অবধারিত। কারও কারও ক্ষেত্রে গর্ভপাত করানো সম্ভব হলেও সবার ক্ষেত্রে নয়। অনেকের গর্ভের বয়স বেড়ে যাওয়ায় গর্ভপাত ঘটানো ঝুঁকিপূর্ণ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া