adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার জাসদে ভাঙন

jasod_105417নিজস্ব প্রতিবেদক : বনিবনা না হওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফের দুটি ভাগে বিভক্ত হয়েছে। ১২ মার্চ শনিবার রাতে কাউন্সিল স্থল থেকে সরে এসে জাতীয় প্রেস ক্লাবে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে পৃথক কমিটি ঘোষণা করেছে একটি অংশ।

জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ১২ মার্চ শনিবার রাতে নাজমুল হক প্রধান নতুন কমিটির ঘোষণা দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন নতুন কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

তিনি জানান, হাসানুল হক ইনুর নেতুত্ব থেকে তারা বের হয়ে এই নতুন কমিটি গঠন করেছেন। এই কমিটির সভাপতি হয়েছেন শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি এবং কার্যকরী সভাপতি হয়েছেন মহিউদ্দিন খান বাদল।

নতুন কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, গঠনতন্ত্র অনুসারে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করার বিধান। কিন্তু কাউন্সিলে কন্ঠভোটের মাধ্যমে হাসানুল হক ইনুকে সভাপতি করা হয়। পরে আমাকে সাধারণ সম্পাদক প্রস্তাব করা হলে তারা এর বিরোধিতা করে।

তিনি বলেন, অগণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচন করায় তা বর্জন করে আমরা প্রেস ক্লাবে চলে আসি। এবং নতুন কমিটি গঠন করি। কমিটিতে সব জেলার নেতারা ও সাংসদরা আমাদের সঙ্গে রয়েছেন।

অন্যদিকে মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিলে ভোট চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তথ্যমন্ত্রী ও সদ্য সাবেক কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে কণ্ঠভোটে সভাপতি নির্বাচন করা হয়েছে।

১১ মার্চ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ ৬ বছর পর জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। শনিবার মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

এর আগে জাসদে থেকে বেরিয়ে আ স ম আব্দুর রব পৃথক দল গঠন করেছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া