adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএসআইএল-বিরোধী লড়াই থেকে সরে আসছে আমেরিকা!

c55a6b070ede6e290952eb38fec7c33b_XLআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে সরাসরি কোনা যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও ‘অ্যাটাক দ্যা সিস্টেম ডট কম’র প্রধান সম্পাদক কিথ পিটারসন এ কথা বলেছেন।
 
তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র সহযোগিতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মতাচ্যুত করাই হচ্ছে আমেরিকার প্রাথমিক ল্য। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাাৎকারে এ কথা বলেছেন পিটারসন। এর আগে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব ক্রোকার গতকাল (বুধবার) বলেছেন, মার্কিন সরকারের উচিত সিরিয়ায় আইএসআইএল এবং প্রেসিডেন্ট আসাদ দু পকেই টার্গেট করা। সিরিয়ায় রুশ বিমান হামলা শুরুর পরপরই ক্রোকার এ মন্তব্য করেন।
 
এ সম্পর্কে পিটারসন বলেন, দৃশ্যত মনে হচ্ছে ওবামা প্রশাসন আইএসআইএল’র বিরুদ্ধে লড়াই থেকে সরে আসছে। তারা বহুদিন থেকে আইএসআইএল’র বিরুদ্ধে বিমান হামলার দাবি করছে অথচ বড় কোনো য়তি দেখা যাচ্ছে না। কারণ মার্কিন সরকার আইএসআইএল-কে আসাদ-বিরোধী অস্ত্র বলে বিবেচনা করে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া