adv
২৬শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

2015_08_19_16_27_34_fDcV8jHy5gxHqciX9rmunYXaFey61W_originalডেস্ক রিপোর্ট : জেলার রামপালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলাম ওরফে সাইদুলের (৪২) ফাঁসির আদশ দিয়েছেন আদালত। 

২ মার্চ বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত শহিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সামছুদ্দিন সেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালর ২১ ফেব্রুয়ারি রাত ৩টার দিক সাইদুল তার স্ত্রী নাজমা বেগমকে ধারালা দা’ দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর পালিয়ে যাবার সময় গ্রামবাসী শহিদুলকে হত্যায় ব্যবহৃত দা’সহ ধরে পুলিশে দেয়। ঘটনায় পর দিন ২২ ফব্রুয়ারি নাজমা বেগমের ছেলে আব্দুল্লাহ-আল-মামুন বাদী হয় শহিদুল ইসলামের বিরুদ্ধে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার কাজী মনোয়ার হোসেন বলেন, ‘মামলা চলাকালে আদালত  হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ওই দম্পতির ৭ বছরের সন্তান জুবায়ের কবিরসহ ১০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত শহিদুল আগামী ৭ কার্য দিবসের মধ্যে উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া