adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেইলি রোডের সেই শিশুকে বাঁচানো গেল না

10_103483নিজস্ব প্রতিবেদক : শেষ পর্যন্ত বাঁচানো গেল না রাজধানীর বেইলি রোডের পাঁচ তলা থেকে ছুঁড়ে ফেলা সেই শিশুটিকে।

২৫ দিন চিকিতসাধীন থাকার পর আজ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক মনীষা ব্যানার্জী জানিয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের একটি ভবনের পাঁচ তলা থেকে শিশুটিকে ফেলে দেয় তার মা। শিশুটি মাটিতে না পড়ে ভবনের দ্বিতীয় তলার সানশেডে আটকে যায়। শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ওইদিন তাকে প্রথমে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিতসা দেওয়ার পর শিশুটিকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

ঢামেকের রেজিস্ট্রি খাতায় শিশুটিকে 'বেবি অব বিউটি' নাম দেওয়া হয়।

ওই কুমারি মা জানিয়েছিলেন, তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নওকর গ্রামে। নয় বছর ধরে বেইলি রোডের ২৬ নম্বর প্রোপার্টিজ ম্যানশনের পাঁচ তলায় আজমল হক ও ফিরোজা হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন তিনি।

তিনি আরও জানান, কয়েক মাস আগে কুমিল্লায় বড় বোনের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে বোনজামাই ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করলে তিনি গর্ভবতী হয়ে পড়েন।

১ ফেব্রুয়ারি সকালে বেইলি রোডের বাসায় তিনি ছেলে সন্তান প্রসব করেন। লোকলজ্জার ভয়ে তিনি সন্তানকে পাঁচ তলার উপর থেকে নিচে ফেলে দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া