adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়াতে হবে না

ঢাকা: সরকারের বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ‘সরকার যদি দুর্নীতি বন্ধ করে তাহলে আর বিদ্যুতের মূল্য বাড়াতে হবে না।’ 

সাধারণ মানুষের কথা চিন্তা করে বিদ্যুতের দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বানও জানান এ নেতা।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও রেন্টাল পদ্ধতি বাতিলের দাবিতে’ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।  

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এ সময় সকারের সমালোচনা করে বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার লুটপাটের রাজনীতি শুরু করেছে। আজ নারী দিবস কিন্তু আমাদের সকল ক্ষমতা একজন নারীর কাছেই বন্দী করে রেখেছে। সমাজের উন্নয়ন করতে হলে নারী ক্ষমতায়নের সুষমবণ্টন করতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যে নির্বাচন আপনারা করেছেন, তা জনগণ দেখেছে। এমন নির্বাচন করে আগেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি। এখনো পারবে না।’

তাই অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ প্রবীণ নেতা।

ঢাকা মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, মাস্টার এম. এ মান্নান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া