adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সহসাই তেলের দর বৃদ্ধিতে আশাবাদী নয় আইইএ

IEAডেস্ক রিপোর্ট : সহসাই বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর বাড়বে বলে মনে করছে না ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সম্প্রতি জ্বালানি তেলের দরে কিছুটা উর্ধমুখী প্রবণতা দেখা দিলেও এটিকে সাময়িক বলেই মনে করছে এ সংস্থাটি। বরং সরবরাহ বেড়ে যাওয়ায় তেলের দরের আরও পতন হতে পারে বলে আশঙ্কা করছেন আইইএ’র বিশেষজ্ঞরা।
গত জানুয়ারি মাসে তেলের দর গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন ২৭.৬৭ ডলারে নেমে এসেছিল। এ অবস্থার কিছুটা উত্তরণ হলেও গত মঙ্গলবার ফের ৭.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি দর ৩০.৫০ ডলারে নেমে এসেছে। ২০১৪ সালের জুন মাসে এ দর ছিল ১১২ ডলার।
এনার্জি এজেন্সির বিশেষজ্ঞরা জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে জ্বালানি তেলের সরবরাহ দৈনিক ২ মিলিয়ন ব্যারেল বাড়বে এবং পরবর্তী ৩ মাসে দৈনিক দেড় মিলিয়ন ব্যারেল যোগ হবে সরবরাহ লাইনে।
আইইএ’র পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৬ সালের দ্বিতীয় অর্ধে তেলের সরবরাহ দৈনিক ৩০০ মিলিয়ন ব্যারেলে উন্নীত হবে।
আইইএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘বর্তমানে তেলের মাত্রাতিরিক্ত সরবরাহ রয়েছে। এরমধ্যে যদি এসব তথ্য উপাত্ত সঠিক হয় তাহলে নিকট ভবিষ্যতে তেলের দর বাড়ার বিষয়টি একটি কঠিন কল্পনা।’
এদিকে তেলের সরবরাহ বাড়লেও বিপরীতে চাহিদা আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছে এনার্জি এজেন্সি। তাদের মতে, চলতি বছরে দৈনিক তেলের চাহিদার প্রবৃদ্ধি ১.২ মিলিয়ন ব্যারেল কমে যেতে পরে। ২০১৫ সালে চাহিদার প্রবৃদ্ধি ছিল ১.৬ মিলিয়ন ব্যারেল।
এদিকে সম্প্রতি তেলের দর বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থার চিন্তাবিদরা। তারা এ দর বৃদ্ধিকে ‘অলিক স্বপ্ন’ আখ্যা দিয়ে বলেছেন, যে সব পরিস্থিতির উদ্ভব হচ্ছে তাতে তেলের দর আরও কমে যাওয়ার ঝুঁকি বাড়ছে।
এদিকে বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশসমূহের সংগঠন ওপেকসহ অন্যান্য তেল উৎপাদনকারী দেশসমূহের তেল সরবরাহ কমিয়ে আনার বিষয়েও সংশয় প্রকাশ করেছে আইইএ।
এ সংশয়ের কারণ হিসাবে এনার্জি এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে ইরাক রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করেছে। অপরদিকে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশটির তেল উৎপাদন বাড়বে। এছাড়া প্রাথমিকভাবে যে সব তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে সৌদি আরবের তেল জাহাজিকরণের পরিমাণ বেড়েছে।
সূত্র : বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া