adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৭৯৭ সালে ধবংস হবে পৃথিবী

681_ebআন্তজাতিক ডেস্ক : ৩৭৯৭ সালে ধবংস হবে পৃথিবী। এই ভবিষ্যদ্বাণী ‘বাবা ভাঙ্গা’-র। তাঁকে বলা হয় এ যুগের নস্ত্রাদামুস। ২০ বছর আগে তিনি মারা গিয়েছেন। কিন্তু আইএস-এর উত্থান বা টুইন টাওয়ারের হামলার কথা নাকি তিনি বলে গিয়েছিলেন। বাবা ভাঙ্গা যা বলে গিয়েছেন, তার মধ্যে থেকেই তুলে ধরা হল কয়েকটি। মিলিয়ে নিন। সময় তো হাতে রইলই…

১. বারাক হুসেন ওবামাই হবেন আমেরিকার শেষ প্রেসিডেন্ট।
২. ২০১৬ সালেই ইউরোপ শেষ হয়ে যাবে। রাসায়নিক অস্ত্রে ইউরোপকে শেষ করে দেবে সন্ত্রাসীরা।
৩. ইউরোপ ছেয়ে ফেলবে মুসলিম জঙ্গিরা। আর এই সন্ত্রাসের সূত্রপাত হবে সিরিয়ায়।
৪. ২০১৮-র মধ্যে সুপারপাওয়ার হিসেবে উত্থান হবে চিনের। পর্যুদস্তু হবে আমেরিকা।
৫. ২০২৫-২০২৮ সালের মধ্যে পৃথিবী থেকে ক্ষুধা দূর হবে।
৬. শুক্র গ্রহে বাসা বাঁধবে মানুষ।
৭. ২০৪৫-এর মধ্যে মেরু অঞ্চলের আইসক্যাপ গলে যাবে।
৮. ২০৭৬ সালে কমিউনিজম ফিরবে পুরোদস্তুর।
৯. ২১৩০ সালের মধ্যে জলের তলায় বসবাস শুরু করবে মানুষ।
১০. ৩৭৯৭ সালে ধ্বংস হবে পৃথিবী। ততদিনে অবশ্য অন্য গ্রহে থাকতে শুরু করবে মানুষ।
সূত্র: এবেলা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া