adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩১ স্টেডিয়ামে ঠিকাদার নিয়োগে প্রশ্ন সংসদীয় কমিটির

Sheikh-Ruselস্পোর্টস ডেস্ক : দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে ঠিকাদার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ প্রকল্পের প্রথম ধাপে নির্মাণ হচ্ছে ১৩১ টি স্টেডিয়াম। এতগুলো স্টেডিয়াম নির্মাণের জন্য কাজ পেয়েছে মাত্র ১৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়েও আশঙ্কা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
এ প্রকল্প বাস্তবায়ন যাতে নির্ধারিত সময়ে এবং সঠিকভাবে শেষ হয় তার তদারকির সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এ জন্য ৩ সদস্যের একটি সাব-কমিটিও গঠন করা হয়েছে। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাককে প্রধান করে গঠন করা কমিটির দুই সদস্য হচ্ছেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় ও সংরক্ষিত মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল  বলেছেন, ‘গত বৃহস্পতিবার কমিটির সভায় আমরা সাব-কমিটি পুনর্গঠন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। আমরা চাই এ প্রকল্প যেন নির্ধারিত সময়ে এবং সঠিকভাবে শেষ হয়। সাব-কমিটি আগামী ১০ জুলাই প্রথম সভায় বসবে। এ কমিটি খতিয়ে দেখবে কোথায় কী সমস্যা আছে।’
প্রাথমিকভাবে এ প্রকল্পে কী সমস্যাগুলো চোখে পড়েছে? ‘প্রকল্প বাস্তবায়ন হবে ধাপে ধাপে। প্রথম ধাপে ১৩১টি স্টেডিয়াম নির্মাণ হবে। আমরা চাচ্ছি নির্ধারিত সময়ের মধ্যে যাতে সব স্টেডিয়াম নির্মাণ শেষ হয়; কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ এতগুলো স্টেডিয়াম নির্মাণের জন্য মাত্র ১৪টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দিয়েছে। কমিটি দেখবে সেটা কিভাবে হলো। মাত্র ১৪ প্রতিষ্ঠান এত জায়গায় কী করে কাজ করবে? তাদের পক্ষে একসঙ্গে এতগুলো কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব কি না তাও খতিয়ে দেখবে আমাদের কমিটি’- বলেছেন জাহিদ আহসান রাসেল এমপি।
কমিটির সদস্য বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী  বলেছেন, ‘এই প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে হাতে নেয়া হয়েছে। আমাদের কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১০ জুলাই প্রথম সভায় বসছি আমরা। নির্দিষ্ট কোনো অভিযোগ এখনো আমাদের কাছে নেই। তবে সভা করলেই বুঝতে পারবো কোথাও কাজের কোনো সমস্যা হচ্ছে কি না। যদি অভিযোগ পাই তাহলে আমরা ওই সব জায়গা পরিদর্শন করে তা খতিয়ে দেখবো।’
একটা প্রশ্ন তো উঠেছে-১৩১ টি উপজেলায় গিয়ে মাত্র ১৪ টি ঠিকাদার প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করতে পারবে কি না। ‘আমরা প্রথম সভায় দেখবো কোন কোন প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে। তাদের স্টেডিয়ামগুলো কিভাবে ভাগ করে দেয়া হয়েছে। আসলে সভা না করা পর্যন্ত বলতে পারবো না কিছু। তবে একটা বিষয় হলো- প্রকল্পটি যাতে সঠিকভাবে শেষ হয় সেদিকে খেয়াল থাকবে আমাদের। স্টেডিয়াম নির্মাণ কাজ ভালোভাবে তদারকি করবো আমরা। ১৩১টি স্টেডিয়াম নির্মাণের জন্য মাত্র ১৪ ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেয়া প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ন চন্দ্র দেবনাথ বলেছেন, ‘আমরা প্রথম ধাপের ১৩১ স্টেডিয়ামকে ভৌগলিক দিক বিবেচনা করে ১৪ টি সøটে ভাগ করে ঠিকাদার নিয়োগ দিয়েছি। ৫২ স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে। বাকিগুলোর কাজ সহসাই শুরু হবে। কাজগুলো তো অনেক ছোট। গড়ে প্রতিটি স্টেডিয়াম নির্মাণের বাজেট ৪২ লাখ টাকার মতো করে। হাতে অনেক সময়। ২০১৮ সালের জুনের মধ্যে আমাদের এ স্টেডিয়ামগুলো বুঝিয়ে দিতে হবে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।’ জাগোনিউজ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া