adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যে দেশে রাজনীতি নেই, সে দেশে রাজনীতি নিয়ে কিছু বলব না’

mou1ডেস্ক রিপোর্ট : পলিটিক্স নিয়ে নো কমেন্ট। যে দেশে রাজনীতি নেই, সে দেশে রাজনীতি নিয়ে কিছু বলব না। মঙ্গলবার একুশে বইমেলায় ঘুরতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদ এ কথা বলেন।
মওদুদ আহমদের প্রয়াত ছেলে আমান মওদুদের আঁকা চিত্র নিয়ে পলাশ প্রকাশনী একটি বই বের করেছে। সেই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে আসেন তিনি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় ঘুরতে আসেন।
এবারের বইমেলায় তরুণ লেখকের পাশাপাশি তরুণ-তরুণী পাঠকের সংখ্যা বেশি। অনেকে বাবা-মা তার ছোট ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বইমেলা ঘুরিতে এসেছেন। আবার কেউ বন্ধু-বান্ধবী কিংবা একা ঘুরতে এসেছেন।
মওদুদ আহমদ বলেন, এবার আমি প্রেমিকার সাথে দেখা করতে যাই। এসময় তিনি কানে কানে বলেন, ‘আমার প্রেমিকা আর কেউ নয়, ইউপিএল থেকে “বাংলাদেশে গণতন্ত্র ১৯৯১ থেকে ২০০৬” নামের আমার বইয়ের একটি অনুবাদ গ্রন্থ বেরিয়েছে, সেই প্রেমিকার কাছে যাচ্ছি।’
তিনি বলেন, ‘বইমেলায় গত বছরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এবার যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। তবে ভালো লাগছে বইমেলা প্রসারিত হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। লেখক ও পাঠকদের সংখ্যা বেড়েছে।’
মওদুদ আরো বলেন, ‘এবারের বইমেলায় অনেক তরুণ লেখকের বই দেখতে পারছি। এই তরুণদের দেখে উৎসাহিত ও অনুপ্রাণিত হই। এই তরুণদের হাত ধরে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হবে।’ আমাদের সময়.কম 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া