adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধাপে ধাপে আগালে বাংলাদেশের বিশ্বকাপ ফাইনাল খেলা সম্ভব: আকরাম খান

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে বাংলাদেশের ওপর প্রত্যাশা ছিল, কিন্তু ভালো খেলতে ব্যর্থ হয়েছে দল। তবে এখনো সুযোগ আছে বিশ্বকাপে ভালো করার। ধাপে ধাপে আগালে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো সম্ভব-বলছেন শ্রীলঙ্কায় অবস্থানরত বিসিবি পরিচালক আকরাম খান। অন্যদিকে, টিম হোটেলে এসে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

টিম হোটেল গ্রান্ড সিনামনের লবিতে রোববার সকাল থেকেই বাড়তি নজর ছিল। হাথুরুসিংহের হাঁটাচলা, লঙ্কান কোচ সিলভারউডের সাথে নিক লির গল্প স্বল্প। কিছুক্ষণ পর অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, নির্বাচক রাজ্জাক আর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকেও দেখা যায়। সবশেষে এলেন আকরাম খান। বললেন দলের সার্বিক অবস্থা নিয়ে।
আকরাম খান বলেন, এশিয়া কাপে আসলে শক্তির দিক থেকে কিন্তু আমরা নাম্বার থ্রি। ভারত, পাকিস্তানের পরেই আমাদের দলটা ছিল। আমরা সেভাবে পারফর্ম করতে পারিনি। সিনিয়ররা আরও পারফর্ম করলে ভালো হত। সাকিব টিকে থাকলে ম্যাচটা জেতার সম্ভাবনা ছিল। সাকিব, লিটন আউট হওয়ার পরে আসলে আমরা চাপে পড়ে যাই।

সামনেই বিশ্বকাপ, তবে টাইগার শিবিরে এখনো চলছে নানা পরীক্ষা নীরিক্ষা। বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন সাবেক এই অধিনায়ক। আকরাম খান বলেন, বিশ্বকাপের আগে এশিয়া কাপ ভালো টুর্নামেন্ট। এখানে নিজেদের শক্তি, দুর্বলতার জায়গাগুলো দেখা যায়। ভালো খেলাটা জরুরি। এখানে আফগানিস্তানের সাথে ভালো খেলেছি বাকি ম্যাচগুলোতে নিজেদের মতো হয়নি।

নিউজিল্যান্ড সিরিজে আমরা নিজেদের মাঠে খেলবো। সম্পূর্ণ সুবিধা নিয়ে ভালো করতে পারলে ইনশাল্লাহ বিশ্বকাপে আমরা ভালো খেলবো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া