adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দোষী খেলোয়াড়দের কঠোর শাস্তি দেবে বাফুফে

86e738c0c8f6e50a77e97185fe009886-BFF-Logoস্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতার তদন্ত রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি। আজ শনিবার বাফুফে ভবনে নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিপোর্ট পড়ে শোনাবার পর এটি পঠিত বলে অনুমোদন দেওয়া হয়। পরে তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয় ন্যাশনাল টিমস কমিটিকে। সভা শেষে বাফুফে সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘দোষী খেলোয়াড়দের কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারটি আমরা অলোচনা করেছি। ন্যাশনাল টিমস কমিটি এটি বাস্তবায়ন করবে।’

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাফুফের বিশেষ সাধারণ সভা আগামী ১২ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে এই সভাটি ১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এছাড়া সভায় আগামী ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) লোগো উম্মোচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৬ উপলক্ষে প্রণীত বাইলজ অনুমোদন করা হয় এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে খেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া