adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার ডাক দিয়েছেন তিনি। ডেনমার্ক সফরে গিয়ে মঙ্গলবার (৩ মে) এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মোদি।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই জানিয়ে ভারতের এ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছি। বিশেষ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো প্রয়োজন বলে মনে করি। যদিও এতদিন ইউক্রেন ইস্যুতে পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করেনি ভারত। এমনকি জাতিসংঘের কোনো প্রস্তাবেই সাড়া দেয়নি দিল্লি।

ভারতীয় গণমাধ্যম বলছে, বর্তমানে বিশেষ সফরে ইউরোপে রয়েছেন মোদি। তিনটি দেশ সফরের কথা রয়েছে তার। প্রথম দিন জার্মান সফর করেন তিনি। পরে যান ডেনমার্কে। সেখানে বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। বৈঠক করেন বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা, জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে। ডেনমার্ক থেকে আজ বুধবার ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে মোদির। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া