adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানবীর নাতিনের মাজারে বিস্ফোরণ, নিহত ৪৫

zeinab_189975_100529আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের একটি শিয়া মাজারে পর পর তিনটি বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতিন সৈয়্দ জয়নবের মাজার।

সিরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, তিনটি বিস্ফোরণের একটি গাড়িবোমা হামলা এবং অন্য দুটি আত্মঘাতী হামলা।

এই হামলার ঘটনাটি এমন সময় ঘটল যখন বাশার আল আসাদের কর্মকর্তা ও সিরিয়ার সরকারবিরোধীরা জেনেভায় জাতিসংঘের শান্তি আলোচনায় বসেছে।

আল-জাজিরার খবরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে বলে বলা হয়েছে।

হামলায় হতাহতের বিষয়ে ব্রিটেনভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এসব হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। শিয়া নয় এমন লোকও রয়েছে হতাহতদের মধ্যে।

ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.) ও মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর মেয়ে ফাতেমা (রা.)-এর তৃতীয় সন্তান সৈয়দ জয়নবের মাজারকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে থাকে শিয়ারা। সিরিয়ার গৃহযুদ্ধ সত্ত্বেও প্রতিবছর প্রচুর শিয়া মুসলিম মাজারটিতে গিয়ে থাকেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া