adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে বাংলাদেশির ওপর হামলা এফবি আইয়ের তদন্তের আহ্বান

bangladesh pic_113109আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ব্রোঙ্কসে একদল যুবকের হাতে প্রহৃত হয়েছেন বাংলাদেশি মুজিবুর রহমান (৪৩)। তারা তাকে প্রহার করতে করতে মাটিতে ফেলে দেয়। লাথি মারে। এ অবস্থা পাশে দাঁড়িয়ে দেখছিল তার ৯ বছর বয়সী ভাতিজি।

গত শুক্রবার এ ঘটনা ঘটেছে।

এ খবর দিয়েছে লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, হামলাকারীরা তাকে ‘আইসিস, আইসিস’ বলে এ হামলা চালায়। কেন এ ঘটনা ঘটলো তা তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ।

তারা মনে করছে, এটা একটি হেট ক্রাইম। হামলার পর মুজিবুর রহমানকে একটি এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় জ্যাকবি মেডিকেল সেন্টারে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পরে শনিবার রাতে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ বলেছে, আহত মুজিবুরের ভাতিজি শারীরিকভাবে অক্ষত রয়েছে। তবে তার মধ্যে মারাত্মক মানসিক আঘাত বিরাজ করছে।

মুজিবুর রহমান বলেছেন, তার ভাতিজি তার পর থেকে ঘুমাতে পারছে না। আর স্কুলে যেতে চাইছে না। রোববার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের হেট ক্রাইমস টাস্কফোর্স তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্রোঙ্কস বরোর প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ এমন হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, এমন হামলা বরোতে বসবাসকারী মানুষের মূল্যবোধের স্বরূপ তুলে ধরে না। কারো ওপর বর্ণ, ধর্ম, লিঙ্গের ভিত্তিতে হামলা হলো আমাদের সবার ওপর হামলা।

নিউ ইয়র্কের দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) এ হামলা তদন্তের জন্য এফবি আইকে দায়িত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান অবমাননার এটি একটি হামলা। ওই সংগঠনের নিউ ইয়র্ক শাখার পরিচালক সাদিয়া খালিক বলেছেন, আমেরিকার মুসলিমদের ওপর হামলা সহ্য করা হবে না- হামলাকারীদের কাছে এমন পরিষ্কার বার্তা পৌঁছানোর জন্য এ ঘটনায় এফবি আইয়ের উৎস ব্যবহার করে তদন্ত করা উচিত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া