adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সিথিল করার পক্ষে বেশিরভাগ মার্কিনীরা

184833527ইরানের বিতর্কিত পরমানু কমৃসূচীকে কেন্দ্র করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিপরীতে আরোপকারী অন্যান্য রাষ্ট্র ও সংস্থাগুলোকে আরও নমনীয় হওয়াকে সমর্থন করে বেশির ভাগ মার্কিন নাগরিক। 
এই সপ্তাহে এবিসি/ওয়াশিংটন পোষ্ট এর করা একটি জরিপে দেখা যায় ৬৪% মার্কিনীরা মনে করন কূটনৈতিক তৎপরতা ও সমঝোতার মাধ্যমে এই জটিল সম্যসার সমাধান করা সম্ভব তবে এক্ষেত্রে অন্যান্য শক্তিশালী রাষ্ট্র ও সংস্থাগুলোকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে অনেকটা নমনীয় হতে হবে, আবার ৩৬% বাকিরা মনে করছেন কেবল মাত্র কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে এই বিতর্কিত কর্মসূচী থেকে বিরত রাখা সম্ভব।
নভেম্বর মাসের ১৪-১৭ তারিখে করা এ জরিপে সর্বমোট ১০০০ জন মার্কিন নাগরিক অংশ গ্রহন করেন এবং মঙ্গলবারে এই রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টি এমন সময় প্রকাশিত হল যখন ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি দেশ ও জার্মানী বৃহস্পতিবার বিতর্কিত পরমানু কর্মসূচী নিয়ে জেনেভায় দ্বিতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে।
 
এদিকে জরিপের ৩১% অংশগ্রহনকারীরা সুপারিশ করেছেন যে কেবলমাত্র তখনই এই নিষেধাজ্ঞা নমনীয় করা উচিৎ যখন ইরান এই কর্মসূচী থেকে ফিরে আসবে আর ৬১% সংশয় প্রকাশ করছেন যে কোন রকম চুক্তি ইরানকে এ কর্মসূচী থেকে বিরত রাখতে পারবেনা তবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ইরানকে এই কর্মসূচী থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। 
 
উল্লেখ্য কয়েক দশক ধরে আটকে থাকা পরমানু কর্মসূচীকে কেন্দ্র করে যাততীয় সমস্য সমাধানের জন্য সম্প্রতি পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে আলোচনা করতে ইরান স্বদিচ্ছা প্রকাশ করে, তারই অংশ হিসেবে এই মাসে প্রথম দফায় জেনেভায় ইরান ও ৬টি আলোচনাকারী দেশ বিতর্কিত পরমানু কর্মসূচী নিয়ে আলোচনায় অংশগ্রহন করে যদিও কোনরকম সমাধান ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ হয়।
 
পশ্চিমা রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে ইরানের পরমানু কর্মসূচী নিয়ে সমালোচনা করে আসছে। ধারনা করা হয় পারমানুবিক অস্ত্র তৈরি করার জন্য ইরান এই কর্মসূচী চালিয়ে যাচ্ছে, এবং এই কারনে পশ্চিমা রাষ্ট্রগওলো ও কয়েকটি আšত্মর্জাতিক সংগঠন ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যার ফলে ইরানের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্র¯ত্ম হয়।। তবে ইরান বারবার এ অভিযোগ অস্বিকার করে বলেছে শাšিত্মপূর্ন ভাবে বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা ক্ষেত্রে এ পারমানু ব্যবহার করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া