adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার ভিবেক টি-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি

B-Uস্পোর্টস ডেস্ক : ভারতের কলকাতা শহরের শ্যামনগরে অনুষ্ঠিত ভিবেক টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি। নক-আউট নিয়মের প্রতিটি ম্যাচে দাপটের সঙ্গে জয় পায় বাংলাদেশের এই ক্রিকেট দলটি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্রিকেট ইতিহাসে এই জয়কে বড় এক অর্জন বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

ফাইনালে তারা পশ্চিমবঙ্গের শিশির ক্লাব ক্রিকেট একাডেমির মুখোমুখি হয়। সায়মন আহমেদের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ৫৫ রানের জয় তুলে নেয় তারা। ম্যাচসেরা সায়মন ৮১ রানের কার্যকরী একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

রবিবার টস জিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে।  জবাবে শিশির ক্লাব ক্রিকেট একাডেমি গুটিয়ে যায় ১২৫ রানে।

বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি ১ লাখ ৫০ হাজার রুপি প্রাইজমানি পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং ক্রীড়া সাংবাদিক অমৃত মলঙ্গী কলকাতার বিশিষ্ট সংগঠক মিহির দাসের কাছে ওই টুর্নামেন্টে খেলতে যাওয়ার প্রস্তাব দেন। মিহির দাস আয়োজকদের সঙ্গে কথা বলে অমৃতকে সবুজ সংকেত দেন। পরে অমৃত ইংরেজি বিভাগের শিক্ষিকা সুবর্ণা সেলিমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেন।

অমৃত জানিয়েছেন, সামনের বছর আরো তিন দেশ থেকে তিনটি টুর্নামেন্টে খেলার প্রস্তাব আছে। সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ইউনিভার্সিটি সবকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া