adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যেকোনো সময়ের চেয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ধাপে অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অতীতের যেকোনো সময়ের নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে একই সঙ্গে তিনি ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচন এর চেয়ে ভালো হয়েছিল বলেও মন্তব্য করেন।মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠ্তি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে দলীয় প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে সুষ্ঠ, নিরপেক্ষপ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হয়।নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের শুরুটা ভালো হয়েছে।  শেষটাও মোটামুটি ভালো হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সরকারের পক্ষ থেকে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছিল।সহিংসতা বিদ্রেহীদের জন্য হয়েছে এমন ইঙ্গিত করে তিনি বলেন, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিপক্ষ রাজনৈতিক বাদানুবাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে বিদ্রোহী প্রার্থীদের তৎপরতা কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছে। যা নিতান্তই অনভিপ্রেত।  দেশে বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক বাস্তবতার সংকটের উত্তরণ ঘটলে নির্বাচনকালীন  যেকোনো ধরনের অসহিষ্ণুতা ও অস্বচ্ছতা তিরোহিত হবে।নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ প্রসঙ্গে আওয়োমী লীগের সভাপাতিমণ্ডলীর এই সদস্য বলেন, তাদের জিজ্ঞাসা করি যদি কারচুপি হয়ে থাকে ১৬৪টি উপজেলায় কী করে তারা জয়লাভ করেছেন?নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বহু মন্ত্রীর এলাকায় পর্যন্ত আমাদের প্রার্থীরা হেরে গিয়েছেন। পীরগঞ্জে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। কিশোরগঞ্জ সদরে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন। গোপালগঞ্জে একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বগুড়ার একটি উপজেলায়ও আমরা জয়লাভ করতে পারিনি। নির্বাচন কমিশন কর্তৃক নিষিদ্ধ জামায়াতে ইসলামীর বহু প্রার্থী জয়লাভ করেছে।এই উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার হীন রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি  নেতৃবৃন্দ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, ভিত্তিহীন, কল্পিত, কুৎসিত মিথ্যাচারে লিপ্ত হয়েছিল বলে মন্তব্য করেন মন্ত্রী।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান  গোলাপ, আবদুল মান্নান খান, মৃণাল কান্তি দাস, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আফজাল হোসেন, বদিউজ্জামান ভূইয়া ডাবলু, হাবিবুর রহমান সিরাজ, আমিনুল ইসলাসম আমিন, সুজিত রায় নন্দী প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া