adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পারলো না পাকিস্তান – তামিম ও ইমরুলের ব্যাটিংয়ে খুলনা টেস্ট ড্র

CRICKET-BAN-PAKক্রীড়া প্রতিবেদক : ১৯৫২ সাল থেকে যারা টেস্ট খেলতে অভ্যস্ত সেই পাকিস্তানকে টেস্ট জিততে দেয়নি বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্ট ড্র হয়েছে। শনিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনের পুরোটা সময়ই ব্যাটিং করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৫৫ রান তুলেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল সব ক’টি উইকেট হারিয়ে ৩৩২ রান। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিল ৬২৮ রান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে আহামরি ব্যাটিং না করলেও দ্বিতীয় ইনিংসে অসাধারণ খেলছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি ও ইমরুল কায়েসের সেঞ্চুরিতে পঞ্চম ও শেষ দিনে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৩৩ রান। সফরকারীদের চেয়ে ২৩৭ রানে এগিয়ে রয়েছে টাইগাররা। সর্বশেষ আউট হয়েছেন সৌম্য সরকার (৩৩ রান)। এদিকে, সেঞ্চুরির পথে হাঁটছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৭২ রান নিয়ে ব্যাটিং করছেন তিনি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পঞ্চম দিনে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। জুলফিকার বাবরের বলে ক্যাচ আউট হয়েছেন ইমরুল কায়েস। সাজঘরে ফেরার আগে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিপূর্ণ করেছেন তিনি। ২৪০ বলে ১৫০ রানে করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।

দুর্দান্ত খেলেই সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। তবে প্রথম ইনিংসে ভাল ব্যাট করলেও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেননি মুমিনুল হক। মাত্র ২১ রান করেই জুনায়েদ খানের বলে সরাসরি বোল্ড হয়েছেন মুমিনুল। বিদায় নিলেও আক্রমণাত্মক মেজাজেই খেলেছেন তামিম ইকবাল। মোহাম্মদ হাফিজের বলে প্যাভিলিয়নে ফেরার আগে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি ২০৬) পুর্ণ করেছেন বাঁহাতি তামিম। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

আগের দিন কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রান তুলেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন তামিম ও ইমরুল। টেস্ট ক্যারিয়ারে এটা তামিমের সপ্তম আর ইমরুলের তৃতীয় সেঞ্চুরি। আর পাকিস্তানের বিপক্ষে দু’জনেরই প্রথম সেঞ্চুরি।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : প্রথম ইনিংস ৩৩২/১০ (মুমিনুল ৮০,কায়েস ৫১, রিয়াজ ৫৫/৩ , ইয়াসির শাহ ৮৬/৩
পাকিস্তান : প্রথম ইনিংস ৬২৮/১০, ওভার ১৬৪.৪ (হাফিজ ২২৪, আজহার ৮৩, মিসবাহ ৫৯, আসাদ ৮৩, সরফরাজ ৮২, ইউনিস ৩৩; তাইজুল ৬/১৬৩, শুভাগত ২/১২০)। 
বাংলাদেশে দ্বিতীয় ইনিংস ৫৫৫/৬, তামিম ২০৬,কায়েস ১৫০,সাকিব ৭৬*, জোনায়েদ ৮৮/২ ,হাফিজ ৮২/২

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া