adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এরশাদের ভারত সফর আপতত বাতিল

নিজস্ব প্রতিবেদক : শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। ছেলে এরিককে সে দেশের একটি স্কুলে ভর্তির খোঁজ নিতে এবং চিকিতসার জন্য এরশাদ এই সফরের কর্মসূচি গ্রহণ করেছিলেন বলে জানা যায়।  রোববার বিকেল ৫টা ২০ মিনিটে তার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল।
এরশাদের ভারত সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জাপার কোষাধ্যক্ষ মেজর অব. খালেদ আখতার।
তিনি জানান,  এরশাদ, হঠাত করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি আজ ভারতে যাচ্ছেন না। জাপার একটি সূত্রে জানা গেছে, এরশাদের সাবেক সহধর্মিনী বিদিশা ভারতে যাওয়ায় এবং এরশাদ তার সঙ্গে দেখা করবেন- এমন সংবাদে ক্ষুব্ধ হয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এরশাদকে রওশন অত্যন্ত কড়া ভাষায় এ নিয়ে কথাও বলেছেন শনিবার রাতে। আর এজন্যই হঠাত করে এ সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে আরেকটি সূত্রের দাবি, সরকারের চাপেই ভারত সফর বাতিল করেছেন এরশাদ। সরকার এই মুহূর্তে চাচ্ছে না বিজেপি সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এরশাদের সুসম্পর্ক গড়ে উঠুক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া