adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ মেরকেল

time magazine_107152আন্তর্জাতিক ডেস্ক : টাইম ম্যাগাজিন সাময়িকীর ২০১৫ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন জার্মান চান্সেলার এঙ্গেলা মেরকেল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকীটি এই নির্বাচনের ক্ষেত্রে ইউরোপে শরণার্থী সংকট এবং গ্রিসের ঋণ নিয়ে সংকট মোকাবেলায় মেরকেলের ভূমিকার কথা উল্লেখ করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।  

“মেরকেল অবিচলিতভাবে এমন এক বিশ্বে নৈতিক নেতৃত্ব দিয়েছেন, যেখানে এর অভাব রয়েছে,” বলেছেন টাইমের সম্পাদক ন্যান্সি গিবস।

মেরকেল টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার খবরের প্রতিক্রিয়ায় তার মুখপাত্র স্টেফান সিবট বলেন, “আমি নিশ্চিত চ্যান্সেলর এটাকে তার কাজের অনুপ্রেরণা হিসেবে নেবেন।”

গত মাসে চ্যান্সেলর হিসেবে ১০ বছর পূর্তি উদযাপন করেছেন মেরকেল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে মেরকেলকে দেখা হয় সাবধানী নেতা হিসেবে, যিনি সাধারণত ঝুঁকি এড়িয়ে চলেন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে জনমতের ওপর গুরুত্ব দেন।

তবে গত বছর ইউক্রেইন সংকটে তার নেতৃত্ব, কয়েক মাস আগে গ্রিসকে ইউরোজোনে রাখতে চুক্তিতে পৌঁছাতে তার ভূমিকা এবং শরণার্থী সংকট মোকাবেলায় তার অবস্থানে এই দৃষ্টিভঙ্গি বদলেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধকবলিত এলাকা থেকে যাওয়া হাজারো শরণার্থী গত অগাস্টে হাঙ্গেরিমুখী হলে মানবিক সংকটের ঝুঁকি দেখা দেয়। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় দেয়ার বিধান স্থগিত করে এই শরণার্থীদের জার্মানিতে ঢুকতে দেন মেরকেল।
সূত্র: বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া