adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টে শীর্ষস্থান হারাল সাকিব

sp_661190210স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তিন ফরমেটের সেরা অলরাউন্ডারের তকমাটা হারালেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লি টেস্টে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টেস্টের শীর্ষ অলরাউন্ডার এখন রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। তবে যথারীতি ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেট আইকন।

৭ ডিসেম্বর সোমবার শেষ হওয়া দিল্লি টেস্টে প্রোটিয়াদের ৩৩৭ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। টেস্ট র‌্যাংকিংয়ে টিম ইন্ডিয়ার অবস্থান দ্বিতীয়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজটি ৩-০ ব্যবধানে জিতলে হারানো অবস্থান (তিন থেকে দুইয়ে) ফিরে পাবে অস্ট্রেলিয়া। হোবার্টে ১০ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে।

অশ্বিনকে ছাপিয়ে উঠে আসছে অজিঙ্কা রাহানের নাম। কেননা, সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ র‌্যাংকিং ছুঁয়েছেন ২৭ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। ২৬ থেকে এক লাফে ১২ নম্বরে উঠে এসেছেন রাহানে।

অপরদিকে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে অবস্থান করছেন। চার ধাপ অবনমনে ১৬ নম্বরে মুরালি বিজয় ও দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে চেতশ্বর পূজারা। অর্থাৎ, শীর্ষ ২০ জন টেস্ট ব্যাটসম্যানদের চারজন ভারতীয়।

দ. আফ্রিকার জন্য তেমন কোনো সুখবর নেই। শুধুমাত্র পেসার কাইল অ্যাবোট ব্যাক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। দিল্লি টেস্টে ছয় উইকেট লাভ করায় ২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ (৪৩) র‌্যাংকিংয়ে ২৮ বছর বয়সী এ ডানহাতি বোলার।

প্রথমবারের মতো টেস্ট বোলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন রবিন্দ্র জাদেজা। চার ধাপ এগিয়ে এগার থেকে সাতে অবস্থান করছেন এ বাঁহাতি অলরাউন্ডার। আর দিল্লি টেস্টে পাঁচ উইকেট নেওয়া ভারতীয় পেসার উমেশ যাদব ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ (৩২তম) র‌্যাংকিং ছুঁয়েছেন।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব ও অশ্বিনের অবস্থানে রদবদল হয়েছে। দু’জনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৪০৬ ও ৩৮৪। পরের তিনটি আসন অপরিবর্তিত। যথারীতি তৃতীয় স্থানে স্টুয়ার্ট ব্রড, চারে ভারনন ফিল্যান্ডার ও পাঁচ নম্বরে মিচেল স্টার্ক।

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৬ রানের পাশাপাশি দুই ইনিংস মিলে সাতটি উইকেট লাভ করেন অশ্বিন।

অজি টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই রয়েছেন। শীর্ষ দশজনের মধ্যে কেবল দু’টি পরিবর্তন হয়েছে। আট থেকে সাতে উঠেছেন ইউনিস খান। আর ইউনিসকে জায়গা ছেড়ে দিয়ে সাতে নামেন হাশিম আমলা। দুই থেকে শীর্ষ দশের (৭, ৮ বাদে) বাকিরা যথাক্রমে জো রুট, এবি ডি ভিলিয়ার্স, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যালিস্টার কুক ও রস টেইলর।

বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে ডেল স্টেইন। তবে প্রোটিয়া পেস তারকার জন্য হুমকি হয়ে আসছেন অশ্বিন। স্টেইনের সঙ্গে অশ্বিনের রেটিং পয়েন্টের পার্থক্য এখন চারে নেমে এসেছে। ৮৭১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন ভারতীয় স্পিনার। শীর্ষ দশজনের মধ্যে পরিবর্তন তিনটি।

জাদেজা ৭৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ থেকে সাত নম্বরে উঠে আসেন। আর দুই ধাপ অবনমনে সাত থেকে ৯-এ ভারনন ফিল্যান্ডার ও এক ধাপ অবনমনে ৯ থেকে দশে নেমে গেছেন মরনে মরকেল। তিন থেকে ছয়ে যথাক্রমে জেমস অ্যান্ডারসন, ইয়াসির শাহ, স্টুয়ার্ট ব্রড ও ট্রেন্ট বোল্ট। আট নম্বরে শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।

উল্লেখ্য, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দ্ইু ম্যাচের টেস্ট সিরিজ শেষে টেস্ট র‌্যাংকিং আপডেট করবে আইসিসি। ডানেডিনে (১০-১৪ ডিসেম্বর) প্রথম ও হ্যামিল্টনে (১৮-২২ ডিসেম্বর) দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। ডানেডিন টেস্ট শেষে টেস্ট প্লেয়ার র‌্যাংকিং আপডেট করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া