adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিলোনিয়া স্থলবন্দরের ৯০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয়

feni pic__28.11.2015_93423ডেস্ক রিপোর্ট : ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরামে বিলোনিয়া স্থলবন্দর চালুর প্রায় ৬ বছর পরও পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করতে পারেনি। পর্যাপ্ত অবকাঠামোর অভাব, জমি অধিগ্রহণে জটিলতা, ফেনী চেম্বার উদ্যোগ না নেওয়া, ভারতের কাস্টমস কর্মকর্তাদের অসহযোগিতাসহ নানামুখী সমস্যার কারণে বন্দরটির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

বাংলাদেশ ও ভারত দুই দেশের ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি দুই ধরনের বাণিজ্য করতে বিলোনিয়া স্থলবন্দরের কার্যক্রম চালু করলেও উদ্বোধনের পর থেকে অদ্যাবধি একমুখী বাণিজ্য কার্যক্রমই চলছে। তবে রপ্তানি কার্যক্রম চলার পরও শুধুমাত্র চলতি ১৪-১৫ অর্থ বছরে ৪৫ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা এবং গত ১৩-১৪ অর্থ বছরে বৈদেশিক মুদ্রা ৪১ কোটি ৭৩ লাখ ১৯ হাজার টাকা আয় হয়েছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইমাম হোসেন।

বিপুল উতসাহ ও আগ্রহে বন্দর কার্যক্রম শুরু করা হলেও অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী অভাব, গুদাম ঘর না থাকা, মালামাল মাপারযন্ত্র না থাকা, ওয়্যার হাউস নির্মাণসহ বিভিন্ন সমস্যার কারণে দুই দেশের সিএফএন্ডএফ ব্যবসায়ীরা বিলোনিয়া স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম চালাতে দিনদিন আগ্রহ হারাচ্ছে।

২০০৯ সালের ৪ অক্টোবর বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন হলেও এখনো অবকাঠামোর দিক থেকে পরিপূর্ণতা অর্জন করতে পারেনি বিলোনিয়া স্থলবন্দর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া