adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পেলেন ক্রিকেটার শাহদাতের স্ত্রী

1447664592_92942নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার কাজী শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্য।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। শুনানির সময় নিত্যকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ১৯ নভেম্বর জামিন আবেদনের উপর শুনানি হয়। ওইদিন বিচারক নিত্যের উপস্থিতিতে ১ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেন।

আসামিপক্ষের হয়ে কাজী নজিব উল্লাহ হিরু এবং বাদীপক্ষে মহিলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট ফাহমিদা আক্তার শুনানি করেন।

এর আগে গত ১৪ অক্টোবর নিত্যর জামির আবেদন নামঞ্জুর করেন ঢাকা সিএমএম আদালত। ওই আদেশের বিরুদ্ধেই দায়রা আদালতে জামিন আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর একই মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা। মামলাটিতে গত ৪ অক্টোবর শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

গত ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে আদালতে তাকে কারাগারে পাঠায়। পরে রিমান্ড আবেদন করা হলে শাহাদাতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৩ অক্টোবর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত।

গত ১৩ সেপ্টেম্বর নির্যাতনের শিকার গৃহপরিচারিকা মাহফুজা আক্তার হ্যাপি (১১) আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, মিরপুরের ২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৫ নম্বর রোডে শাহাদাতের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো হ্যাপি। গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর সাংবাদিক কলোনির ৩ নম্বর রোডের মাথায় হ্যাপিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন মিরাজ উদ্দীন নামে এক ব্যক্তি।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া