adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতাঃ সখি – কবি মাহাবুব হাসান

11655482_469570599886419_444951035_nতোমার ঐ' লাজুক-লাজুক দু'চোখে

 মেখেছো কেন এতো স্নেহের কাজল,

দৃষ্টি আমার সরে না' শত দেখেও মন ভরে না

 লজ্জায় কেন ঢাকো মুখ দিয়ে শাড়ির আঁচল।

 কপালে দিয়েছো লাল টিপ-টিপ তো নয়

 যেন মায়াভরা এক মুঠো রোদ্র তোমার কপালে,

 চোখের এক পাশে দু'খানি চুল তোমার বাতাসে যখন উড়ে

 অপলক তাকিয়ে দেখি এক ফালি মেঘ সেথায় ঢেউ খেলে।

এ'জীবনের শূন্য আকাশে উঠেনি পূর্নিমার চাদঁ

জ্বল-জ্বল করে জ্বলেনি সুখ তাঁরা আমার ভুবনে,

আজ স্নেহের কাজল মাখা দৃষ্টিতে ঐ' মিষ্টি মুখের হাসিতে

 এক পশলা নীলিমার নীল ছড়ালে আমার মনের জমিনে।

 নবীন কবির কাব্য তুমি

 তুমি আধো আলো ছাঁয়া,

রক্ত রাঙা গোলাপ তুমি

হৃদয়ে অনন্ত প্রেমের মায়া।

 বলো এতো প্রেম বাঁধি কোথায়

তাইতো লিখে রাখলাম কবিতার পাতায়,

জীবনের এতটা পথ পাড় করে হেলায়-হেলায়

 তোমার প্রেমের মালা পড়লাম গলায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া