adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৌর নির্বাচনে যাওয়া না যাওয়া খালেদার সিদ্ধান্ত

kkkনিজস্ব প্রতিবেদক : দলীয় প্রতীকে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির অংশ নেওয়া না নেওয়ার বিষয়টি নির্ভর করছে দলীয় প্রধান খালেদা জিয়ার ওপর। বুধবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার অনুষ্ঠিত বৈঠকে এমনটি সিদ্ধান্ত হয়।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত ৯টার দিকে বৈঠক শুরু হয়ে ১১টা ১০ মিনিট পর্যন্ত চলে। পরে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ডা. আসাদুজ্জামান রিপন বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘বৈঠকে সবাই পৌরসভা নির্বাচনে যাওয়া ও না যাওয়ার পক্ষে ও বিপক্ষে মতামতা দিয়েছেন। দলীয় প্রধান খালেদা জিয়া পরে বিষয়টি জানাবেন।’
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান; ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী; উপদেষ্টা ওসমান ফারুক, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এম এ কাইয়ুম, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
চিকিতসা ও ব্যক্তিগত কাজে লন্ডন সফর শেষে গত শনিবার খালেদা জিয়া ঢাকায় ফেরেন। ৭১ দিন পর মঙ্গলবার তিনি গুলশানে দলীয় কার্যালয়ে যান। সর্বশেষ, গত ১৩ সেপ্টেম্বর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া