adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ১৫৫, জরুরি অবস্থা জারি

Paris1আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশপাশের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো শতাধিক। ফ্রান্সের পুলিশ এ তথ্য জানিয়েছে।
 
স্থানীয় সময় শুক্রবার রাতে এ হামলাগুলো হয়। এ হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ। দেশটির সকল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
 
ফ্রান্সের পুলিশ জানায়, শুক্রবার রাতে কম্বোডিয়ার একটি রেস্টুরেন্টে একটি কালাশনিকভ বন্দুক নিয়ে হামলা চালায় এক দুর্বৃত্ত। এতে কমপেক্ষ ১১ জন নিহত হয়।
 
অন্যদিকে পূর্ব প্যারিসের বাটাক্লান কনসার্ট হলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১১৮ জন নিহত হয়। এ সময় শতাধিক লোককে জিম্মি করে ফেলা হয়। আমেরিকার লস অঞ্জেলসের ঈগল অব ডেথ মেটাল নামের একটি ব্যান্ড ওই নাইটক্লাবে সংগীত পরিবেশন করছিল। ফ্রান্সের বিশেষ বাহিনী ওই নাইটক্লাবটি ঘিরে রাখে। পরে বিশেষ বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর জিম্মি লোকদের মুক্ত করা হয়। এ সময় দুই হামলাকারী নিহত হয়।
  
কর্মকর্তারা জানিয়েছেন, স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই স্টেডিয়ামে ফ্রান্স ও জার্মানির মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল।
 
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, প্যারিস ও এর আশপাশের কমপক্ষে ৪০ স্থানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট, বার ও কনসার্টে এ হামলাগুলো চালানো হয়। হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।
 তথ্যসূত্র : রয়টার্স, আলজাজিরা ও সিএনএন। 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া