adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে শুয়ে দিলো স্পেন

Spain+1স্পোর্টস ডেস্ক : প্রায় দেড় বছরে ১৫ ম্যাচ অপরাজিত থেকে উড়তে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামাল স্পেন। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে ২-০ গোলে জিতেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গত বছর বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষবারের মতো হারের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড।

ইংলিশদের হারের রাতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে একই ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। আরেক ম্যাচে বেলজিয়ামের মাঠ থেকে বড় ব্যবধানে হেরে ফিরেছে ইতালি। চারবারের বিশ্ব চ্যাস্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম।

গত ১৭ মাসে ১৫ ম্যাচ ধরে অপরাজিত ইংল্যান্ডকে শুক্রবার রাতে শুরু থেকেই চাপে রাখে স্পেন। ঘরের মাঠ বন্দর নগরী আলিকান্তের হোসে রিকো পেরেসে প্রথম ২৫ মিনিটে দারুণ দুটি সুযোগও পায় তারা। তবে দুবারই ভাগ্যের জোরে বেঁচে যায় ইংল্যান্ড।

২৮তম মিনিটে আরেকটি গোছানো আক্রমণ করে স্প্যানিশরা। কিন্ত এ যাত্রায় লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগ নষ্ট করেন ক্লাব ভালেন্সিয়ার হয়ে ছন্দে থাকা ফরোয়ার্ড পাসো আলকাসের।

দ্বিতীয়ার্ধেও একইভাবে ইংলিশ রক্ষণে চাপ ধরে রেখে খেলতে থাকে স্পেন। কিন্তু গোলমুখে দিয়েগো কস্তা, মার্ক বার্ত্রাদের ব্যর্থতায় বারবারই হতাশ হতে হচ্ছিল সমর্থকদের।

৭২তম মিনিটে মারিও গাসপারের দারুণ নৈপুণ্যে গোল খরা কাটে। সেস ফাব্রেগাসের চিপ শটে ডি বক্সের ঠিক দাগের ওপর থেকে দুর্দান্ত কোনাকুনি ভলিতে গোলরক্ষক জো হার্টের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান গাসপার।
দেশের হয়ে ভিয়ারিয়ালের এই ডিফেন্ডারের এটা দ্বিতীয় গোল।

আর ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেনের জয় নিশ্চিত করেন সান্তি কাসোরলা। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে পোস্ট ঘেষে লক্ষ্যভেদ করেন আর্সেনাল মিডফিল্ডার।

যোগ করা সময়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন ওয়েন রুনি। কিন্তু ভাগ্যের ফেরে তার শটটি পোস্টে লাগে।

এদিকে, ঘরের মাঠে জার্মানদের বিপক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন অলিভিয়ে জিরুদ ও আন্দ্রে-পিয়েরে।

প্যারিসে প্রথমার্ধের যোগ করা সময়ে অন্তনি মার্সিয়ালের বাড়ানো বলে কাছ থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা আর্সেনালের ফরোয়ার্ড জিরুদ। আর ৮৬তম মিনিটে হেডে জয় নিশ্চিত করা গোলটি করেন আন্দ্রে-পিয়েরে।

দিনের অন্যান্য ম্যাচে নেদারল্যান্ডস ৩-২ গোলে ওয়েলসকে ও পোল্যান্ড ৪-২ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া