adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে তামিম ইকবাল এখন নেপালে

স্পোর্টস ডেস্ক : লম্বা সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য বিষয় মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপে না থাকলেও ইনজুরিতে থেকে সেরে ওঠায় নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নাম লিখিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

প্রথমবারের আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দলটির হয়ে খেলতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪ টায় নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তামিম। নেপালে পৌঁছে তামিম বায়ো বাবলে রয়েছেন।

ইপিএলের এবারের আসরে ভাইরাহাওয়ার আইকন ক্রিকেটার বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশি লিগে আইকন ক্রিকেটার হয়েছেন তামিম। এর আগে আইপিএলের দল পেয়েছিলেন তিনি। পুনে ওয়ারিয়র্স তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দেশসেরা এই ওপেনারের।

এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও (এসএলপিএল) খেলেছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ছাড়াও দলটির হয়ে খেলবেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার উপুল থারাঙ্গা। ভাইরাহাওয়ার হয়ে দীনেশ চান্দিমালের খেলার কথা থাকলে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন।

তামিম ও থারাঙ্গা ছাড়াও ইপিএলের এবারের আসরে পাকিস্তানের শহীদ আফ্রিদি, জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতো ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। ২৫ সেপ্টেম্বর শনিবার মাঠে গড়াবে ইপিএলের এবারের আসর। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া