adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার জিয়ার মাজার সরাতে পারবে না: মেজর (অব.) হাফিজ

hafifuddin-thereport24ডেস্ক রিপোর্ট : রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়ার ‘অপচেষ্টা’ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, ‘আজ অনেক দুঃখ হয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, নন্দিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটি সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। দেশের রাজনীতির প্রতিহিংসাপরায়ণ, পরশ্রীকাতরতার সব বড় অধ্যায় হবে যদি এ সরকার শহীদ জিয়ার মাজারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে। বিএনপির নেতৃবৃন্দ যতদিন বেঁচে আছে আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই অপচেষ্টা প্রতিহত করব।’
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দক্ষিণ।
‘লুই কানের নকশায় কবর থাকবে কি করে, তখন তো জিয়াউর রহমান জীবিত ছিলেন, এমন প্রশ্ন রেখে হাফিজউদ্দিন আহমদ বলেন, ‘লুই কানের নকশার কথা বলে আজ জাতির এই কৃতী সন্তান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতির মাজার স্থানান্তর করার যে দুরভিসন্ধি বর্তমান সরকার প্রকাশ করছে, আমরা বিনীতভাবে আবেদন জানাব, এ ধরনের কোনো উদ্যোগ আপনারা নেবেন না। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মাজার, সেখানে বহু মানুষ তাদের হ্দয়ের অর্ঘ (শ্রদ্ধা) জানাতে যায়। হিংসা-বিদ্বেষের কিছু নাই, ইতিহাস যার যার স্থানে থাকবে। সুতরাং এ ধরনের কোনো উদ্যোগ নিয়ে ইতিহাস কলঙ্কিত করবেন না।’
‘দেশে আজ গণতন্ত্র নেই, সাধারণ মানুষের অধিকার নেই, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে’ এমন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘আমরা বিএনপির নেতাকর্মী আর কতদিন এই সভা সমিতি করে বেড়াব। আমরা অপেক্ষা করে আছি, কবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসবেন, তিনি এ মাসেই দেশে ফিরে আসবেন। তিনি যদি আন্দোলনের ডাক দেন আমরা সবাই মিলে এই সরকারের মরণ ঘণ্টা বাজিয়ে দেব।’

‘আজ বাংলাদেশ নামেমাত্র স্বাধীন’ এমনটা উল্লেখ করে মেজর হাফিজ বলেন, ‘গতকাল (বুধবার) ভারতের একজন নাগরিক অনুপ চেটিয়াকে দেশটির কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি জানেন না। তাহলে কারা তাকে হস্তান্তর করল ভারতের কাছে। এ ব্যাপারে দেশবাসী পুরোপুরি বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছে।’
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া