adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহসিন আলীর আসনে উপনির্বাচন ৮ ডিসেম্বর

mohaডেস্ক রিপোর্ট : প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচন ৮ ডিসেম্বর। এদিন নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। 

ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষদিন ১১ নভেম্বর। ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহার ২২ নভেম্বর পর্যন্ত। গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ মহসিন আলী। 

এরপর গত ১৭ সেপ্টেম্বর এ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। নিয়মানুযায়ী, আসনটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসনটি জেলার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত। মৌলভীবাজার পৌর এলাকাসহ ২০টি ইউনিয়নের ভোটাররা নির্বাচনে ভোট দেবেন। এখানে ভোটার সংখ্যা ৩ রাখ ৪৭ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৩৭১ জন এবং নারী ১ লাখ ৭৩ হাজার ৫৮৩ জন। এ উপনির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজাহারুল হককে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া