adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় যুদ্ধ! বিজিবি নীরব

1444620651ডেস্ক রিপোর্ট : দর্শনা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি ভারতীয যুদ্ধবিমান প্রবেশ ও নিচে দিয়ে কয়েকবার চক্কর দেয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়রা জানিয়েছে, রোববার বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বিকালে ভারতীয় কয়েকটি যুদ্ধবিমান চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। ছাই রঙের বিমানগুলো বিকট শব্দে খুব নিচু দিয়ে কয়েকবার চক্কর দিয়ে সীমান্তের দিকে উড়ে যায়। বিমানগুলোর অতর্কিত আগমনে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ।

প্রত্যদর্শী হিসেবে দর্শনার সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, গৃহিণী সুলতানা আজাদ পল্লবী, সোনালী করিম, ব্যবসায়ী তোফাসহ বেশ কয়েকজন জানান, ভারতীয় যুদ্ধবিমান সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ ব্যাপারে ৬ বিজিবি পরিচালক এস এম মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভারতীয় যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন। তবে তিনি জানান, বিজিবির সদস্যরা একটি সাদা রঙের বিমানকে সীমান্ত এলাকায় উড়তে দেখেছেন। সেটা ভারতীয় কি না তা তারা নিশ্চিত নন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া