adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে বাংলাদেশ ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে

NASIRক্রীড়া প্রতিবেদক : ইমার্জিং টিম এশিয়া কাপে নেপালকে ৮৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। বাংলাদেশের দেয়া ২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৪ রানেই অলআউট হয়েছে নেপাল।

এটা বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে সোমবার হংকংকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে বাংলাদেশ।

২৮ মার্চ মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নাসির হোসেনের দুর্দান্ত শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে বাংলাদেশ।  

প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বল হাতে ৩ উইকেট নেয়ার পর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাসির।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশর। দলীয় ১ রানেই সাজঘরে ফিরে যান আজমীর আহমেদ।

তৃতীয় ওভারে শরদ ভেসকরকে ক্যাচ দিয়ে ফেরেন ৭ রান করা সাইফ হাসান। এরপর ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন। তিনি কোনো রানই করতে পারেননি। এরপর শান্ত ৪ রান করে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন মুমিনুল ও নাসির। তাদের জুটিতে আসে ৭৮ রান। ব্যক্তিগত ৬১ রান করে বিদায় নেন মুমিনুল। তবে একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন নাসির।

১১৫ বলে নাসির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৯ রানে। ১২ চার আর ২ ছয়ে সাজানো তার ইনিংস।

২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ সাইফুদ্দিন ও আবুল হাসান রাজুর বোলিং তোপে মাত্র ১৭৪ রানেই গুটিয়ে যায় নেপাল।

রাহাতুল ৪টি, সাইফুদ্দিন ৩টি এবং রাজু ২টি উইকেট লাভ করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া