adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের সাধ না মিটিল, বর কারাগারে

1443553945ডেস্ক রিপোর্ট :  মাদারীপুর জেলার শিবচরে বাল্যবিয়ে করতে গিয়ে কারাগারে ঠাঁই হয়েছে বরসহ তিনজনের। তাদের চার দিন করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শিবচরের মাদবরেরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মঙ্গলবার দুপুরে এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত হলেন- বর আব্দুল লতিফ বেপারী, বরের মা নূরজাহান বেগম ও কনের বাবা রাজ্জাক মাতুব্বর। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, খাড়াকান্দি গ্রামের আনসার বেপারীর ছেলে লতিফ বেপারীর (২৫) সঙ্গে মঙ্গলবার একই এলাকার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া রাজ্জাক মাতুব্বরের মেয়ে শারমিন আক্তারের (১৩) বিয়ের আয়োজন করে পরিবার। জন্মনিবন্ধন অনুযায়ী মেয়ের বিয়ের বয়স না হওয়ায় কাজী বিয়ে পড়াতে রাজি হননি। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে বাল্যবিয়েটি বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ বলেন, 'মেয়েটি বিয়েতে রাজি না হওয়ায় জোর করে তাকে বিয়ে দেওয়ার একাধিক চেষ্টা চালায় বর ও কনের পরিবার। এ ছাড়াও মেয়ের উপযুক্ত বয়স না হওয়ায় কাজীও বিয়ে পড়াতে রাজি হননি। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ ও তিনজনকে সাজা প্রদান করা হয়।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া