adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ পাকিস্তানে রওনা হচ্ছে মহিলা ক্রিকেট দল

1443397852স্পোর্টস ডেস্ক : নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ সোমবার পাকিস্তানের করাচির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। সফরকালে স্বাগতিকদের বিপে দু’টি টি-২০ ও ২টি ওয়ানডে ম্যাচ খেলবে সালমা খাতুনের নেতৃত্বাধীন প্রমীলা টাইগাররা। সিরিজের সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের দণিাঞ্চলীয় শহর করাচিতে।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকান ক্রিকেট দলের ওপর রক্তাক্ত হামলার পর কোন আন্তর্জাতিক দল হিসেবে প্রথম বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে। সফরে ভাল করার দিকেই তাকিয়ে আছেন প্রমীলা টাইগাররা।

বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন বলেছেন, কোন রকম চাপে পড়ে নয়, তারা স্বেচ্ছায় পাকিস্তান সফরে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘২০১৪ সালের এশিয়ান গেমসের পর আমরা কোন আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারিনি। সুতরাং পাকিস্তান সফরে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাল ক্রিকেট খেলার জন্য অধীর আগ্রহে অপো করছি।’
তিনি বলেন, ‘সফরের বিষয় নিয়ে ইতোমধ্যে আমরা নিজ নিজ পরিবারের সদস্যদেরর পরামর্শ নিয়েছি। সবার সম্মতিতেই আমরা এই সফরে অংশ নিচ্ছি।

পাকিস্তান সফরে ঝুকির বিষয়ে সালমা বলেন, ‘এখানে ঝুঁকির কিছু নেই। আর যদি সামান্য ঝুঁকি থেকেও থাকে সেটি পাকিস্তান কেন পৃথিবীর সব দেশেই আছে।’

পাকিস্তানগামী বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হক বলেন, ‘ভিভিআইপি মর্যাদার নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতিতে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাচ্ছে। সাধারণত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে এ ধরনের নিরাপত্তা দেয়া হয়।’

২০০৯ সালের মার্চে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলংকা ক্রিকেট দলের ওপর হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে চলে যায় পাকিস্তান। বিদেশী দলগুলো পাকিস্তান সফর বর্জন করায় ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সেখানে কোন আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা সম্ভব হয়নি। তবে চলতি বছর মে-জুন মাসে জিম্বাবুয়ে পুরুষ দলের পাকিস্তান সফরের মধ্য দিয়ে দেশটির আন্তর্জাতিক নির্বাসনের অবসান ঘটে। এসময় জিম্বাবুয়ে স্বাগতিক পাকিস্তানের বিপে ২টি টি-২০ ও তিনটি ওডিআই ম্যাচে অংশ নেয়।

আগামী ৩০ সেপ্টেম্বর প্রথম টি-২০ ম্যাচে অংশ নিবে বাংলাদেশের প্রমীলারা। দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। আগামী ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ওডিআই ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড : সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, লতা মন্ডল, আয়শা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমিন আকতার সুপ্তা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, রিতু মনি, নিগার সুলতানা, খাতিজাতুল কুবরা, শারমিন সুলতানা ও নাহিদা আকতার। সূত্র: সংবাদ সংস্থা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া