adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজের ৮ ট্রাজেডি

Hajj1443090308আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালনকালে গত ২৫ বছরের ইতিহাসে বৃহস্পতিবারের দুর্ঘটনা বাদেও আটটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ট্রাজেডিতে নিহত হয়েছেন প্রায় ৩ হাজার হাজি। এমন আটটি ট্রাজেডির তথ্য দেওয়া হলো-
 
১১ সেপ্টেম্বর, ২০১৫ : এবারের হজের প্রস্তুতিকালে পবিত্র মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজ চলার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্রেন ছিড়ে পড়লে নিহত হন ১০৭ জন হাজি।
 
২০০৬ : এ বছর হজে ঈদের দিন প্রতীকী শয়তানকে ল করে পাথর নিেেপর সময় পদদলিত হয়ে নিহত হন ৩৬০ জন হাজি। এর তিন দিন আগে একটি হোটেল ভবন ধসে পড়ায় নিহত হন ৭৩ জন হাজি।
 
২০০৪ : হজের আনুষ্ঠানিকতার শেষ দিন এ বছরও হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে নিহত হন ২৪৪ জন হাজি।
 
২০০১ : নিমায় প্রতীকী শয়তানকে ল করে পাথর ছোড়ার সময় পদদলনে নিহত হন ৩৫ জন হাজি।
 
১৯৯৮ : এ বছরও মিনায় পথের মধ্যে পদপিষ্ট হয়ে মারা যান ১৮০ জন হাজি।
 
১৯৯৭ : মিনায় হাজি ক্যাম্পে আগুন লাগায় নিহত হন ৩৪০ জন হাজি। ঝড়ো বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় আহত হন প্রায় ১ হাজার ৫০০ হাজি।
 
১৯৯৪ : মিনায় পাথর ছোড়ার সময় পদপিষ্ট হয়ে ২৭০ জন হাজি নিহত হন।
 
১৯৯০ : এ বছর হজে সবচেয়ে বড় মৃত্যুর ঘটনা ঘটে। মক্কায় একটি টানেলে পদদলিত হয়ে নিহত হন ১ হাজার ৪২৬ জন হাজি।
 তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া