adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ইলেক্ট্রনিক্স শো-রুম – ইয়াবা পাচারের আরেক কৌশল

downloadজামাল জাহেদ, কক্সবাজার : টেকনাফে ইয়াবা পাচারের আরেক কৌশল বিভিন্ন কোম্পানীর ইলেক্ট্রনিক্স এর শো-রুম। সীমান্ত উপজেলা টেকনাফে ইদানিং বিভিন্ন অলিতে গলিতে গজে উঠেছে শো-রুম এর দোকান। তৎমধ্যে সিঙ্গার, সিঙ্গার প্রো, ওয়ালটন, ভিশন, বেষ্ট ইলেক্ট্রনিক্স, যমুনা সহ হরেক রকমের শো-রুম। খোজঁ নিয়ে জানা যায়, এ সমস্ত শো-রুম গুলো এমন স্থানে করা হয়েছে, যেখানে লোকজনের কোন সমাগম নেই। স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক চালিত বিভিন্ন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স সামগ্রী টেকনাফের লোক সংখ্যার অনুপাতে নিত্য নতুন শো-রুমের প্রয়োজন পড়েনা। যে সমস্ত শো-রুম গুলো টেকনাফ উপজেলা ও পৌর এলাকায় দেখা যায়, সেখানে ক্রেতাদের কোন ভিড় নেই। অথচ সবসময় সেখানে বিভিন্ন অচেনা লোকের সমাগম ঘটে। 

এ ছাড়া এত মূল্যবান জিনিস পত্র ও বহু টাকার পণ্য এনে স্তুপ করে রাখা হয়েছে। বিক্রিও দেখা যায় না। কি করে দোকানের ভাড়া, বিদ্যুত বিল, জেনারেটর বিল, টেলিফোন বিল, মোবাইল বিল, কর্মচারীর বেতন ও নিজেদের খরচ ইত্যাদি ইত্যাদি মেটানো হয় তা এখন এলাকাবাসীর প্রশ্ন। ইহা ছাড়াও যে সমস্ত শো-রুম গুলো টেকনাফে করা হয়েছে এর ঢেকোরেশন ব্যয় হয়েছে ল ল টাকা। সূত্রে জানা যায়, এ সমস্ত শো-রুমের কর্মকর্তা কর্মচারীগণ সু-কৌশলে ইলেক্ট্রনিক্স এর নষ্ট মালামাল ফেরত প্রদানের নামে টেকনাফ থেকে কক্সবাজার, চট্টগ্রাম ইত্যাদির নাম দিয়ে সেখানে ইয়াবার বড় বড় চালান ফিট করে নিয়ে যাচ্ছে বলে জানা যায়। এলাকার সচেতন মহল টেকনাফ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন কোম্পানীর শো-রুম সমূহ পরিদর্শন, তাদের প্রতিদিনের বেচা বিক্রির খতিয়ান, প্রতি মাসে নষ্ট কয়টি মালামাল ফেরত প্রদান ও কোম্পানী হতে কয়টি আইটেমের পণ্য আনা হয়েছে এর স্টক রেজিষ্ট্রার চেক করার জন্য আইনপ্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জনগনের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া