adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরওয়েতে সৈনিকদের জন্যে পরিবেশবান্ধব অন্তর্বাস

150906121419_norway_underwear_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের সামরিক বাহিনী তার সৈন্যদের জন্যে পরিবেশ-বান্ধব আন্ডারওয়্যার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপ বলছে, সৈন্যরা আগামীতে পরিবেশ নষ্ট করে না এরকম সুতির আন্ডারওয়্যার ও ব্রা পরিধান করবে।
পরিবেশ-বান্ধব পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে এধরনের একটি চুক্তি করেছে নরওয়ের সশস্ত্র বাহিনী।
স্থানীয় একটি সংবাদপত্রকে উদ্ধৃত করে এই খবরটি দিচ্ছে বিবিসি মনিটরিং।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এসব অন্তর্বাস তারা পরীা করে দেখেছেন।
এগুলো উন্নত মানের এবং আরামদায়ক।
তিনি বলেন, যুদ্ধেেত্র সৈন্যদের জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্তৃপ বলছে, যদিও এর ফলে তাদের খরচ আরো বেড়ে যাবে তারপরেও তারা পরিবেশ ও সৈন্যদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নিয়েছেন।
পরিবেশ-বান্ধব সুতা প্রস্তুতকারক স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্যে এটা একটা সুখবর।
সামরিক বাহিনীতে প্রতি বছর ৫০,০০০ অন্তর্বাস সরবরাহ করা হয়।
পরিবেশ-বান্ধব এই সুতা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক পদার্থ, সার কিম্বা কীটনাশক ব্যবহার করা হয় না।
সামরিক বাহিনী বলছে, এরকম একটি সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সৈন্যরাও পরিবেশ রায় ভূমিকা রাখছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া