adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটিশ পপ শিল্প ডেভিড বোওয়ি মারা গেছেন

151026174757_bowie_640x360_paআন্তর্জাতিক ডেস্ক : ১৯৭২ সালে ডেভিড বোওয়ির প্রথম উত্থান।
জনপ্রিয় ব্রিটিশ পপ শিল্পী ডেভিড বোওয়ি মারা গেছেন।
তার ছেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৬৯ বছর বয়সী এই শিল্পী ১৮ মাস যাবত ক্যান্সারে ভুগছিলেন।
মাত্র গত শুক্রবারই তার জন্মদিনে ডেভিড বোওয়ির শেষ এলবাম ব্লাকস্টার প্রকাশিত হয়েছে।
কয়েক দশক ধরে পপ গানের জগতে জনপ্রিয় নাম ডেভিড বোওয়ি।
১৯৭২ সালে তার প্রথম উত্থান।
বলা হয় ৭০ এর দশক থেকে কয়েক দশক ধরে সংগীত ও ফ্যাশনে তিনি দারুণ প্রভাব রেখেছেন।
তার শেষ লাইভ পারফরম্যন্স ছিল ২০০৬ সালে নিউ ইয়র্কে একটি চ্যরিটি কনসার্টে।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লেটস ড্যন্স, স্পেস অডিটি, আন্ডার প্রেসার ইত্যাদি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া