adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই পোশাক-রহস্যের জাল ভাঙলেন মোদি

1441400438mtnews24আন্তর্জাতিক ডেস্ক : তার স্যুট থেকে কুর্তা নিয়ে আলোচনা হয়েছে ভারতের বিভিন্ন মহলে। কখনও শুনেছেন তারিফ, তো কখনও সংসদে ‘স্যুট বুট কি সরকার’ বলে বিরোধীরা করেছে আক্রমণ। তবু এত দিন নিজের ওয়ার্ডরোব নিয়ে কথা বলতে দেখা যায়নি তাকে। শুক্রবার সেই পোশাক-রহস্যের জাল নিজেই ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আক্রমণ নয় বরঞ্চ কিছুটা রণাত্মক ভঙ্গিমায় দেখা গেল মোদিকে।

গুজরাতে শীতের আধিক্য তেমন ভাবে দেখা যায় না, তাই তার অন্যতম পছন্দের পোশাক কুর্তা-পাজামা। তিনি জানান, বিলাসের জন্য নয়, প্রয়োজনের তাগিদে কেটে ফেলেন কুর্তার হাতা। এক সময় তিনি নিজেই কেচে পরিষ্কার করতেন তার পোশাক। পুরো হাতা পোশাক কাচতে বেশি সময় লাগত, তাই নিজের কুর্তার হাতা কেটে ফেলেন তিনি। এ ভাবেই জন্ম হয় মোদি-কুর্তার। এ ছাড়া পয়সার অভাবে পুরনো দিনের লোহার ইস্ত্রির সাহায্যে জামা-কাপড় ইস্ত্রি করতেন তিনি। চকের গুড়ো দিয়ে সাদা করতেন জুতো।
শুক্রবার শিক দিবস উপলে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে মোদি-কুর্তার জট ছাড়ালেন নিজেই। তিনি বললেন, “পোশাক ডিজাইনের মতা আমার ঈশ্বরপ্রদত্ত। রং মিলান্তির মতা জন্মগত। যে কোনও পোশাকেই দিব্যি মানিয়ে যায় আমাকে।” তাই মোদির দাবি, নিজস্ব কোনও ডিজাইনার না থাকলেও তার পোশাকের ডিজাইন নিয়ে অনবরত আলোচনা হয়।

এ দিন নয়াদিল্লিতে নিজস্ব স্টাইলেই ভারতের প্রধানমন্ত্রী সব প্রশ্নের উত্তর দিলেন। শিক দিবসের অনুষ্ঠানে চলছিল প্রশ্নোত্তর পর্ব। সেখানে মোদির পোশাক নিয়ে প্রশ্ন করে এক শিার্থী। কে তার পোশাকের ডিজাইন করেন তা মোদির কাছে জানতে চায় ওই শিার্থী। মোদি বলেন, “আমার নিজস্ব ডিজাইনার আছে, এটা গুজব ছাড়া আর কিছু নয়। আমি সাধারণ-ভদ্র পোশাক পরতে ভালবাসি। তবে তা হতে হবে ধোপদুরস্ত।” তবে অনুষ্ঠান অনুযায়ী পোশাক পরা উচিত বলে মনে করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া