adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুনিরা মূর্খ বলেই বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে : ইনু

inu_80814নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নগর হিসেবে ঢাকার যে বিকাশ তা শুধু এ অঞ্চল না, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ৩৫ কোটি বাঙালীর আত্মার কেন্দ্র। সেভাবেই একে গড়ে তুলতে হবে। সে চেষ্টা চলছে। দণি এশিয়ার পূর্বাঞ্চলের সোনার লকেট হবে ঢাকা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাকে বহুমাত্রিক যোগাযোগের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন।

রাজধানীর নায়েম মিলনায়তনে শুক্রবার সকালে ইতিহাস একাডেমি আয়োজিত ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক একাদশ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইতিহাস একাডেমির সভাপতি প্রফেসর ড. কে. এম. মোহসীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির নির্বাহী পরিচালক প্রফেসর ড. সামিনা সুলতানা, নায়েমের মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হক। দিনব্যাপী এ অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের গবেষকরা ৫টি বিষয়ের উপর বিভিন্ন প্রবন্ধ পাঠ করবেন।


তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা যে জনবহুল শহর তা একদিন টিকবে না। কিন্তু প্রস্ফুটিত ফুলের পাপড়ির মতো ফুটবে। ৭১’ কলি হিসেবে যার জন্ম তা পূর্ণ বিকশিত হবে চারপাশে ছোট ছোট শহর দিয়ে। আজ থেকে ১০ বছর পর যখন আপনারা ঢাকায় আসবেন তখন ঢাকা ফাইওভার, এলিভেটেড ওয়ে আর বহুতল ভবনের নগরে পরিণত হবে।’

তিনি বলেন, ‘রমনার বটমূলে যে বৈশাখ উদযাপন হয় তা একশত বছর আগে ছিল না। বৈশাখ এলে যেভাবে পুরো ঢাকা শহর বদলে যায় তাতে একদিন মহাযজ্ঞ হবে। মানে সামনে ৭ দিন বৈশাখ উদযাপন হবে। যেখানে বাঙালীর ইতিহাস, কারুকার্য, সংস্কৃতি তুলে ধরা হবে।’
ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা মূর্খ ছিল। কারণ তিনি বাঙালীর আতœা ও ইতিহাস। তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে, বাঙালীর আতœাকে নয়। তাই তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন।’

তিনি বলেন, ‘অপশক্তিরা রবীন্দ্রনাথকে নির্বাসনে পাঠিয়েছিল, নজরুলকে বিকৃত করেছিল ও বঙ্গবন্ধুকে নির্বাসন দিয়েছিল। কিন্তু শেখ হাসিনার মাধ্যমে তিনি ফিরে এসেছেন। কিন্তু বিপদ এখনো কাটেনি। তবে আগামীর ঢাকা মতায় মোহাম্মদি বেগ, মোশতাকদের দেখবে না। কারণ নিয়মতান্ত্রিকভাবেই মতা হস্তান্তর হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া