adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনেই শ্রীলঙ্কার লিড

slস্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে প্রথম দিনে মাত্র ২০০ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় দিনে দারুণ বোলিং দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। পাশাপাশি নিজেদের দিনে ১১৩ রানের লিড সংগ্রহ করেছে লঙ্কানরা।

নিজেদের মাঠ কলম্বোর পি সারা ওভালে স্বাগতিকদের বোলিং দাপটে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৩৭ রানের মূল্যবান লিড পেলো শ্রীলঙ্কা।

আগের রাতের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হলেও শ্রীলঙ্কার বোলারদের চাপে ১ উইকেটে ১৭ রান নিয়ে শুরু করে ক্যারবিয়ানরা। ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। দেবেন্দ্র বিশু ১৩ ও ড্যারেন ব্রাভো ২ রানে বিদায় নিয়েছেন। দুটি উইকেটই নিয়েছেন ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ।

ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট এক প্রান্ত ধরে রাখেন। অন্য প্রান্ত থেকে মারলন স্যামুয়েলকে (১৩) বাঁ হাতি স্পিনার মিলিন্দা সিরিওয়ার্দানা আউট করেন। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করে এরপর সিরিওয়ার্দানার শিকার হন ব্রাথওয়েট।

টপ অর্ডারের ব্রাথওয়েট ছাড়া অন্য কেউ রান দিতে পারেননি। মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যর্থ। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ৮ নম্বর ব্যাটসম্যান অধিনায়ক জ্যাসন হোল্ডারের কাছ থেকে। ২১ রান করেছেন তিনি। শেষের দিকে হামলা করেছেন অফ স্পিনার দিলরুয়ান পেরেরা। হোল্ডারকে সহ তিন উইকেট নিয়েছেন তিনি। আউট করেছেন শেষ দুই ব্যাটসম্যানকে।

শ্রীলঙ্কার পেসার প্রসাদ নিয়েছেন ৪ উইকেট। সিরিওয়ার্দানা ২ উইকেট শিকার করেছেন। চা বিরতির আগেই তারা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ করে দেয়।

চা বিরতির পর শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আসলে আগের দিনে ১৩ রান করলেও এবার ওপেনার করুনারাতেœ শুন্য রানে ফেরেন। মেন্ডিস এবং সিল্ভার ব্যাটে কিছুটা ঝলক দেখা গেলেও মেন্ডিস ফেরেন দলীয় ৫৫ রানে। দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা ৭৬ রান করতে সম হয়। আগের ইনিংসের ৩৭ রানের সাথে যোগ করে এখন পর্যন্ত শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ১১৩ রান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া