adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`কোন এলাকায় কোন বিল্ডিং পরিকল্পনার বাইরে করা হয়েছে, তা তদন্তে মাঠে নামছে ২৪টি টিম’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোন এলাকায় কোন বিল্ডিং পরিকল্পনার বাইরে করা হয়েছে এবং নকশা, অনুমোদন ও বিল্ডিং কোড মানা হয়নি- এমন হাইরাইজ বিল্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামছে ২৪টি টিম। জানালেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ রোববার দুপুরে রাজধানীর দিলকুশায় রাজউকের প্রধান কার্যালয় মিলনায়তনে এক সভায় এ কথা জানান তিনি।

শ ম রেজাউল করিম বলেন, ঢাকা শহরের তদন্ত দলগুলো আগামীকাল সোমবার থেকে পরিদর্শন শুরু করবে।
মন্ত্রী বলেন, বিল্ডিংয়ে কোনও দুর্ঘটনা ঘটলে আগে আমরা শুধুমাত্র বিল্ডিং মালিক এবং ডেভেলপার কম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। কিন্তু এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।

গণপূর্তমন্ত্রী বলেন, এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ভবনটির অবৈধ অংশ নির্মাণের সময় রাজউকে যারা দায়িত্বে ছিলেন, তদন্তে তারা দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তদন্ত প্রতিবেদনটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

তিনি বলেন, প্রতিটি বিল্ডিং যারা ব্যবহার করবেন তাদের দেখে নিতে হবে, সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি না। অতিরিক্ত সিঁড়ি লাগানো আছে কিনা বা সব কিছু মেনে বিল্ডিং করা হয়েছে কিনা। যদি এসব নিয়ম মেনে না করা হয় তাহলে আপনি সেই ভবনটি ব্যবহার করবেন না।
সভায় রাজউক চেয়ারম্যান আবদুর রহমানসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন নিহত হয়েছে। আহত অর্ধ শতাধিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া