adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজী জাফরের বাসায় খালেদা

kz11440699403নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমদের গুলশানের বাসায় গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানের ২ নম্বর সড়কে কাজী জাফরের বাসায় যান বিএনপি নেত্রী। সেখানে তিনি প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
 
এ সময় জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, টিআইএম ফজলে রাব্বীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি কাজী জাফরের স্ত্রী মমতাজ বেগম ও তার মেয়েদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। শোকবইতে স্বার করেন বিএনপি চেয়ারপারসন।

 
download (1)সর্বশেষ গত ১২ আগস্ট রাতে কাজী জাফর আহমদের সঙ্গে দেখা হয়েছিল খালেদা জিয়ার। সেদিন গুলশানে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে যোগ দিয়েছিলেন তারা। বৃহস্পতিবার ভোরে গুলশানের এই বাসায় হৃদরোগে আক্রান্ত হন ৭৬ বছর বয়সী কাজী জাফর। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
এর আগে এক বিবৃতিতে বিশিষ্ট রাজনীতিক কাজী জাফর আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।
 
শোকবাণীতে তিনি বলেন, ‘কাজী জাফর আহমদ ষাটের দশকে ছাত্র রাজনীতির নিয়ামক ভূমিকা পালন করে পরবর্ত্তী প্রতিটি গণতান্ত্রিক, স্বাধীকারের আন্দোলন থেকে শুরু জাতীয় মুক্তিযুদ্ধের প্রতিটি পর্যায়ে গৌরবোজ্জল ভূমিকা পালন করেছেন।’
 
তিনি বলেন, ‘এদেশের মেহনতী মানুষের সংগ্রামী কন্ঠস্বর হিসেবে কাজী জাফর শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস অবদান মেহনতী জনতা শ্রদ্ধাভরে স্বরণ করবে যুগ যুগ ধরে তাঁর অবর্তমানে।’
 
বিএনপি প্রধান বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর  মন্ত্রীসভার শিা মন্ত্রী হিসেবে একটি সর্বজনীন গণমূখী শিা ব্যবস্থার নীতি প্রণয়নে তাঁর ভূমিকার কথা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশে বর্তমান অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার ল্েয তিনি বিএনপি’র নেতৃত্বে ২০ দলীয় জোটে শামিল হয়ে-এ ধারাকে বেগবান করতে সবসময় আন্তরিক ছিলেন। রোগ-ব্যাধি উপো করেও তিনি তাঁর রাজনৈতিক কর্তব্য থেকে বিরত থাকেননি।’
 
‘কাজী জাফরের মৃত্যুতে জাতি একজন আপাদমস্তক উঁচু মাপের প্রাজ্ঞ রাজনীতিক হারালো’ উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘এর শূন্যতা গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠার কর্মসূচিতে সবসময় অনুভূত হবে। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ীদের প্রতি আমার দলের প থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া