adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁদছে প্রকৃতি, কাঁদছে মানুষ

image_58778_0জোহানেসবার্গ: জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ঢল নেমেছে লাখো শোকার্ত মানুষের। তাদের সঙ্গে শোক প্রকাশ করছে প্রকৃতিও। শোক জানাতেই যেন সকাল থেকে অবিরাম ধারায় ঝরছে বৃষ্টি। কারণ এই সকার সিটি স্টেডিয়ামেই চলছে দক্ষিণ আফ্রিকা তথা বিশ্বজুড়ে কালো মানুষের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য।

গত বৃহস্পতিবার মারা যান নেলসন ম্যান্ডেলা। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনীতিবিদ, সাহিত্যিক, সেলেব্রেটি, সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, সাংবাদিক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়েছে এই শেষকৃত্য অনুষ্ঠানে। ৯৫ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে তিল ধারণের জায়গা নেই।  

মাদিবাকে বিদায় জানাতে উপস্থিত থাকছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘ মহাসচিব বান কি মুন, সাবেক আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন, জিমি কার্টার, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান প্রেসিডেন্ট জোচিম গ্যঁক, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারোসো, ডাচ রাজা উইলেম আলেক্সান্ডার, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ভারতীয় প্রেসিডেন্ট মামনুন হুসাইন।  

অংশ নিয়েছেন অনেক গায়ক, অভিনেতা এবং অভিনেত্রীরা।

আগামী ১৫ তারিখ নেলসন ম্যান্ডেলার স্মৃতিময় কুনু গ্রামে তাকে সমাহিত করা হবে। সূত্র: বিবিসি, আলজাজিরা। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া