adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটি মেয়র মান্নান বরখাস্ত

Mannan1439980828ডেস্ক রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২) শাখার সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বারিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সচিব নেজামুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ২টার দিকে মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশের কপি ইমেইলের মাধ্যমে পেয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত জয়দেবপুর থানায় ফৌজদারি মামলা অভিযোগপত্র গাজীপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গত ১২ মে গৃহীত হয়েছে। যেহেতু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন)-এর ধারা ১২-এর উপধারা (১) মোতাবেক সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে, সেহেতু গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে ওই ধারার প্রদত্ত মতাবলে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া