adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্ল্যাটারকে জেল-হাজতের ভয় দেখিয়েছিলেন প্লাতিনি!

BLATERস্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের অভিযোগের তীর এবার উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির দিকে। ব্ল্যাটার দাবি করেছেন, প্লাতিনি নাকি তাকে জেল-হাজতের ভয় দেখিয়ে ফিফা সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছিলেন। ফিফা নির্বাচনের আগে ব্ল্যাটারের ভাইকে প্লাতিনি বলেছিলেন, ব্ল্যাটার যদি ফিফা সভাপতি নির্বাচনের ফর্ম তুলে না নেন তাহলে তাকে জেল-হাজতে যেতে হবে। নেদারল্যান্ডসের একটি সংবাদপত্রের সঙ্গে বিশেষ সাাৎকালে এমন কথা বলেছেন ব্ল্যাটার।
 
অবশ্য মিশেল প্লাতিনির ঘনিষ্ঠ একজন এমন দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন উয়েফা সভাপতি এমন হাস্যকর মন্তব্যের কোনো জবাব দিয়ে এটাকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন না।
 
ব্ল্যাটার দাবি করেন, এক সময় প্লাতিনির সঙ্গে তার সম্পর্ক ছিল বাবা-ছেলের মতো, ‘আপনারা জানেন একটা সময় ছিল যখন আমাদের সম্পর্ক ছিল বাবা-ছেলের মতো। সে ফিফায় আমার জন্য চার বছর কাজ করেছে। বিশেষ করে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের পর। ফিফা ও উয়েফায় তার বোর্ড মেম্বারশিপ পাওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করেছি। আমার সরাসরি সমর্থনেই ২০০৭ সালে প্লাতিনি উয়েফার সভাপতি নির্বাচিত হয়।’
 
তিনি দাবি করেন, প্লাতিনি বদলে গেছেন। কিন্তু কী কারণে প্লাতিনি ফিফা সভাপতির বিরুদ্ধে অবস্থান নিল সেটা ব্ল্যাটার জানেন না, ‘আপনারা তার চরিত্র সম্পর্কে জানতে চাইতে পারেন। আমি জানি না তার মাথায় কী ঘুরপাক খাচ্ছে। কী কারণে সে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটা আমি জানি না। একদিকে আমার উপর পর্বত সমান চাপ। অন্যদিকে ফিফার জন্য আর কোনো পথ খোলা ছিল না। আমি আসলে সুনামির মধ্য দিয়ে গিয়েছি। আমি সত্যিই ব্যথিত হয়েছি। তবে আমাকে সময় দেন। আমি ঠিকই সমস্যা খুঁজে বের করব।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া