adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেসিসের দায়িত্বে মোস্তাফা জব্বার

JABBARডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার জিডিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে টেলিফোন শিল্প সংস্থার (টেসিস) দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সভায় জানানো হয়, দোয়েল ল্যাপটপ প্রকল্পসহ দেশীয় ডিজিটাল পণ্য তৈরির উদ্যোগ বাড়াতে টেসিসের দায়িত্ব মোস্তাফা জব্বারকে দেয়া হচ্ছে। এসময় প্রধানমন্ত্রী দেশের ৪ কোটি শিার্থীর হাতে দেশীয় মানসম্মত ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতে নিদের্শ দেন টেসিসকে। 

এই ব্যাপারে মোস্তাফা জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রী সভায় জানিয়েছেন টেসিসে আমার দায়িত্বের কথা, কিছুদিন সময় তো লাগবেই দায়িত্ব নিতে। প্রধানমন্ত্রী আমাকে যেহেতু দ্বায়িত্ব দিয়েছেন আমারও দায়িত্ব নিতে কোন সমস্যা নাই।’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ৪ কোটি শিার্থীর হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেয়া। আমারও একই স্বপ্ন আজ বা কাল সব শিার্থীর হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছানো।’ মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা মূলতঃ আমদানিকারী দেশ। তবে আমদানি করে ৪ কোটি শিার্থীর হাতে ডিজিটাল ডিভাইস দেয়া সম্ভব না। তাই আমরা স্থানীয় চাহিদা মিটিয়ে টেসিসের মাধ্যমে মানসম্পন্ন পণ্য তৈরি করে তা রফতানি করতে চাই। এ লইে কাজ করব। দোয়েল পণ্য তৈরি করতে গিয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। যে সীমাবদ্ধতাগুলোকে খুঁজে বের করে উন্নত ডিভাইস তৈরির চেষ্টা করব। নিজেদের চাহিদা মিঠিয়ে রফতানি করার চেষ্টা করর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া