adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ৭০ বছরের নিচে জন্মদিন পালন নিষিদ্ধ

full_1674236010_1438988949আন্তর্জাতিক ডেস্ক : যাদের বয়স ৭০-এর কম তাদের জন্যে বড়ই দুঃখের খবর। আর যারা ৭০-এর চৌকাঠ পেরিয়ে গেছেন, তারা আরও একবার স্ফূর্তিতে মেতে ওঠার সুযোগ পেলেন।

চীনের এক কাউন্টি নিষিদ্ধ করল জন্মদিন উদযাপন। তবে সবার জন্যে নয়। বয়স যাদের ৭০-এর নিচে নিষেধাজ্ঞা শুধু তাদের জন্যেই। এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হিসেবে বলা হয়েছে জন্মদিনের পার্টিতে অযথা খরচের জন্যে অর্থনৈতিক চাপ বাড়ছে সম্প্রদায়ের উপরে। 

আর যারা ৭০-এর কোঠায় পা রেখেছেন, তাদের জন্যেও রয়েছে একটি ছোট্ট শর্ত। দশ বছরে একবার ব্যাঙ্কোয়েট ভাড়া করে জন্মদিন পালন করতে পারবেন তারা। এই নিয়ম চালু হয়েছে উত্তর-পূর্ব সেজুয়ান প্রভিন্সের তোংজিয়াং কাউন্টিতে।

কাউন্টি কর্মকর্তাদের মতে জন্মদিন পালন করতে গিয়ে খাওয়া খরচ বাবদ এক একটি পরিবার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে। তার সঙ্গে অনিচ্ছাকৃত চাপ পড়ে অতিথিদের উপরে। বার্থডে পার্টিতে তো আর খালি হাতে যাওয়া যায় না। ফলে এই ধরনের অযথা খরচ বাঁচানোর জন্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া